দীর্ঘ ১৮ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির সাবেক সফল ডিফেন্ডার পাবলো জাবালেতা। এক আবেগঘন টুইট বার্তায় শুক্রবার অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী জাবালেতা।
গত মৌসুম শেষে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ছাড়ার পর যোগ দিতে চেয়েছিলেন সাবেক ক্লাব এস্পানিওলে; কিন্তু খেলা না চালিয়ে ফুটবল ক্যারিয়ারকে বিদায়ের সিদ্ধান্ত নেন তিনি।
২০০৮ সালে লা লিগার দল এস্পানিওল থেকে সিটিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে নয় বছরে ৩৩৩ ম্যাচ খেলে ১২ গোল করেন জাবালেতা। ইতিহাদ স্টেডিয়ামে ক্লাব সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। রক্ষণে দারুণ জুটি গড়ে তুলেছিলেন সেই সময়ের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির সঙ্গে। দলটির হয়ে দুটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ ছাড়াও একটি এফএ কাপ জেতেন সাবালেতা।
জাতীয় দলের হয়ে জাবালেতা সর্বমোট ৫৮ টি ম্যাচ খেলেন যার সর্বশেষটি খেলেছিলেন ২০১৬ সালে।