রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল রোববার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপ লাইন মেরামত কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানিয়েছে, রোববার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সব এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলেও জানিয়েছেন তাঁরা।