গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে আরও ১ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩৬ জন। দেশে কোভিড-১৯-এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।