রমজান উপলক্ষ্যে ই-কমার্সের সহযোগিতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, ছোলা, চিনি এবং ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) আয়োজিত ‘মাহে রমজানে ঘরে বসে স্বস্তির বাজার’ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি ন্যায্যমূল্যের পণ্য মধ্যবিত্তের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ই-কমার্সের সহযোগিতা নিয়েছে। এর আগে এ প্রক্রিয়ায় পেঁয়াজ ও আম বিক্রিতে মানুষ সুফল পেয়েছে। তিনি বলেন, ই-কমার্সের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পণ্য পৌঁছে দিচ্ছেন। এটি একটি প্রশংসনীয় কাজ। এ বিপদের সময় মানুষ ঘরে বসে পণ্য কেনার সুযোগ পাচ্ছে।
মন্ত্রী এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ই-কমার্স ডেলিভারি সেবায় নিয়োজিত কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়ায় তাদের প্রশংসাও করেন।
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে তেল ১০৮ টাকা লিটার, ছোলা, ডাল ও চিনি ৫৮ টাকা কেজি দরে বিক্রি হবে। টিসিবির ট্রাক সেল থেকে এই দাম একটু বেশি ধরা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার তেল ও অন্যান্য পণ্য তিন কেজি করে কিনতে পারবে। ডেলিভারি চার্জ সর্বোচ্চ ঢাকায় ৩০ টাকা, ঢাকার বাইরে ৪০ টাকা। তবে কয়েকটি প্রতিষ্ঠান কোনো ডেলিভারি চার্জ নেবে না। ঢাকায় তিনটি প্রতিষ্ঠান আজ মঙ্গলবার থেকে এসব পণ্য বিক্রি করবে। যেমন চালডাল, স্বপ্ন ও ওয়ানস্টপ সুপারশপ। বাকি সবজি বাজার, যাচাই ও কেজী ক্লিক কাল থেকে পণ্য পাবে। এ ছাড়া সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।