উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
করোনা দাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) গেল আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতের আয়োজন হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৭ বার জিতেছে মুম্বাই। ১০ বার জিতেছে ব্যাঙ্গালুরু। অর্থাৎ এ লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাল্লা ভারী।