দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।আর গেছেন ২৩ জন। গতকাল শনিবারের তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। যে ২৩ জন মারা গেছেন তার মধ্যে ১৭ জন পুরুষ, ছয়জন নারী। ২২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, একজনের বাড়িতে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ।
এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৭ জন।