আজ রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়বেন মির্জা ফখরুল।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
শায়রুল কবির বলেন, বিএনপির মহাসচিব সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন।
চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এক মাস পর কারাগার থেকে মুক্ত হন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।