রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আদালতে উপস্থিত হন তিনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে এই দুই মামলার হাজিরা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে তিনি অবস্থান করছেন তার আইনজীবীর চেম্বারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে মামলা দুটি তদন্তাধীন।