মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা দিলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। অবসরের কারণ হিসেবে তিনি ‘মানসিক অত্যাচার’-এর কথা উল্লেখ করেছেন। পিসিবি-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এই পেসার।
এক ভিডিও বার্তায় আমির বলেছেন, ‘বর্তমান ম্যানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব না। সেই কারণেই খেলা ছেড়ে দিচ্ছি। আমার উপর মানসিক অত্যাচার করা হয়েছে। আমাকে বারবার শুনতে হয়েছে, পিসিবি আমার জন্য অনেককিছু করেছে। আমি আর সেটা সহ্য করতে পারছি না। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমি শাহিদ আফ্রিদির কাছে কৃতজ্ঞ।
আমি নির্বাসন কাটিয়ে মাঠে ফেরার পর তিনি আমাকে সুযোগ দেন। সবাই দেশের হয়ে খেলতে চায়। কিন্তু আমাকে বারবার বলা হয়েছে, আমি বিভিন্ন দেশে গিয়ে টি-২০ লিগে খেলতে চাই বলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। কিন্তু আমি যদি বিভিন্ন লিগে খেলতে চাইতাম, তাহলে বলতাম পাকিস্তানের হয়ে খেলতে চাই না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমি প্রত্যাবর্তন ঘটাই। তারপর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাই। প্রত্যেক মাসে একজন করে বলতেন, আমির বিশ্বাসঘাতকতা করেছে। আমি এই মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছি না।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমিরের হঠাৎ বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিবৃতিতে তারা বলছে, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আমিরের সঙ্গে কথা বলেছেন। আমির জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর আগ্রহী নন। তাই তাকে আমরা ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্য আর দলে রাখছি না।’
যেকোনো খেলোয়াড়ের অবসরের পর সে সিদ্ধান্ত বোর্ড মেনে নিয়ে বিবৃতি দেয়। এবং সে সঙ্গে আরেকটি কথাও বলে, সেটা হলো এতগুলো বছর সেবা দেওয়ার জন্য ক্রিকেটারকে ধন্যবাদ।
আমিরের অবসরের বার্তায় পিসিবির বিবৃতিতে এমন কোনো ধন্যবাদ বার্তা না থাকাটাই বোর্ড ও ক্রিকেটারের মধ্যে দূরত্বটা দেখিয়ে দিয়েছে।
সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য করা ৩৫ সদস্যর পাকিস্তানের দলে ছিলেন না ২৮ বছর বয়সী এই তারকা পেসার। এর আগে জীম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজেও ছিলেন না তিনি।
উল্লেখ্য ২০১৯ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২৯ বছরের মোহাম্মদ আমির।
মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ আমিরের। যদিও ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নির্বাসনে যেতে হয় আমিরকে। নির্বাসনের পর ফের স্বমহিমায় ফেরেন পাক স্পিড স্টার। তার আগুনে বোলিং ও সঙ্গে সুইং যা মুগ্ধ করে ক্রিকেট বিশ্ব। আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্টে ১১৯টি উইকেট, ৬১টি ওয়ান ডে-তে ৮১টি ও ৫০টি টি২০ ম্যাচে ৫৯টি উইকেট। ২০০৯ সালে পাকিস্তানের টি২০ বিশ্বকাপ জয়ী দল ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি। এত কম বয়সে আমিরের অবসরে হতাশ তার ভক্তরা।