নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন যাবত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে । সর্বশেষ গতকাল তিনটি ছোট ফেরি চায়না চ্যানেল পার হতে গিয়ে ডুবোচরে আটকে যায় । এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরের পর থেকে আর কোন ফেরি চলাচল করেনি । আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কিছু ফেরি চলাচল করার কথা থাকলে ও তা সম্ভব হয় নি ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম কষ্টের শিকার হচ্ছেন সাধারন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকেরা। সকাল থেকে কয়েকশ যাত্রী যানবাহন পারাপারের জন্য উভয় ঘাটে আটকা পড়ে । অনেক যাত্রী জীবনের ঝুকি নিয়ে স্পিডবোটে পারাপার হচ্ছেন। পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী যানবাহন ।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট সূত্রে জানা গেছে , নৌপথটি ঠিক না পর্যন্ত কোন ফেরি ছাড়া যাবে না । যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের তারা অন্য নৌপথ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ।
পরিবহন চালকদের কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করার জন্য বলা হয়েছে । ঘাট সূত্রে আরও জানা যায় গত দেড় মাসে কয়েক দফায় অন্তত ২০ দিনের মত ফেরি চলাচল বন্ধ ছিল ।
গত এক মাসে নদীর ডুবোচরে আটকে কয়েকটি লঞ্চের তলা ফেটে গিয়েছে। অন্য দিকে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগ খনন যন্ত্রের মাধ্যমে নৌপথের বালু সরানোর কাজ করছে । আগামি কাল বুধবার থেকে ফেরি চলাচল করার সম্ভাবনা রয়েছে ।