ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এবং বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের যৌথ-উদ্যোগে ইউল্যাবের পার্মানেন্ট ক্যাম্পাসে আয়োজিত হয়ে গেল চারদিনব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।
কর্মশালাটিতে অংশগ্রহণ করেছে জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার স্কুল এবং কে কে ফাউন্ডেশনের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ২০ জন স্কুলগামী শিক্ষার্থী। কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ডিআইএমএফএফ – এর প্রশিক্ষক, জাহিদ গগন।
কর্মশালাটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল গোয়েথে ইন্সটিটিউট, বাংলাদেশ যা অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৩, ২৪, ৩০ ও ৩১ ডিসেম্বর । শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ এই আয়োজনে হাতেকলমে প্রশিক্ষণের পর ‘বিজ্ঞানে সকলের অধিকার সমান’ এই বিষয়ে শিক্ষার্থিরা চলচ্চিত্র নির্মাণ করেছে যা সর্বশেষ দিন পর্দায় দেখানো হয়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নবম আসরের সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান করা হবে শিক্ষার্থীদের।
কর্মশালার শেষদিনে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং প্রশিক্ষক জাহিদ গগন। অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাংক্স জানান উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন। অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করে ক্ষুদে শিক্ষার্থীরা। ডিআইএমএফএফ এর সোশ্যাল অ্যাফেয়ার্স টিম কর্মশালাটি আয়োজন করে।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ ২০২৩) এর নবম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ সালের ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এই আয়োজন।