ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ-এ (ইউল্যাব) ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ’ যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক অনুষ্ঠানে বিভাগের উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার দে’জ পাবলিকেশনের পরিচালক শুভঙ্কর দে অপু, কলকাতার কবি ও চলচ্চিত্র পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য, ঢাকা ও কলকাতার নবীন-প্রবীণ লেখক, কবি ও বুদ্ধিজীবী এবং প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বশীলরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘যদি বাংলার চর্চা করি, বাংলাকে বড় জায়গাতে নিতে যে ত্যাগ স্বীকার প্রয়োজন তা করি, তাহলে বাংলা পড়েও তুমি সফল হবে। যেটা করবে ভালো করে করবে। কারণ, পৃথিবী ভালোর কাছে ঋণী।’
উদ্বোধন পর্বে সেলিনা হোসেন বলেন, ‘‘ইউল্যাবে আজ বাংলা ও সাহিত্য বিভাগ চালু হচ্ছে, এটা অনেক আনন্দের।
সমাপনী বক্তব্যে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, ‘আমাদের ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগ একে অপরের সাথে একত্রিত হয়ে কাজ করবে। বাংলা বিভাগ যে জ্ঞান চর্চা করবে, সেই জ্ঞান ইংরেজিতে অনূদিত হবে। আমাদের বাংলার ছাত্ররা চাইলে মিডিয়া স্ট্যাডিজ পড়তে পারবে, ব্যবসা পড়তে পারবে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে পারবে।