এমএলআইএস লিফলেটস দল বিজয় লাভ করে বিজ উইজার্ডস ২০২৩ এ ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজন করে বিজ উইজার্ডস ২০২৩ এর।
এটি একটি জাতীয় আন্তঃ কলেজ ম্যানেজমেন্ট ফেস্ট যা ৩ ও ৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ইউল্যাব স্থায়ী ক্যাম্পাস, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। এই ব্যবসায়িক প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়টির অন্যতম বিশিষ্ট ক্লাব, ইউল্যাব বিজনেস ক্লাব দ্বারা আয়োজিত হয়।
এই ২ দিনব্যাপী ম্যানেজমেন্ট ফেস্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগে যেমন ব্যবস্থাপনা, বিপণন, উদ্যোক্তা এবং অর্থায়নে জড়িত প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নেয়। ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এমএলআইএস লিফলেটস বিজয়ী হওয়ার মাধ্যমে অর্জন করে ৩০,০০০/- টাকা।
ইউল্যাব বিজ উইজার্ডসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, বিশেষ অতিথি আরএমআইটি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার প্রফেসর শামস রহমান এবং প্রধান অতিথি জয়তুন বিজনেস সল্যুশনসের চেয়ারপারসন মিস্টার আরফান আলী।
ইউল্যাব বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট এবং ইভেন্টের অন্যতম কনভিনার ইশতিয়াক আনোয়ার, ইউল্যাব বিজ উইজার্ডস ২০২৩ সম্পর্কে বলেছেন, “এই এডুটেইনমেন্ট প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইউল্যাবের সুন্দর ক্যাম্পাসে এই ২ দিনের অবস্থানে শিক্ষার্থীরা সেরা স্মৃতি তৈরি করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের জন্য সেরা একটি ইভেন্ট উপহার দেওয়ার উদ্দেশ্যেই এতদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছিল আমাদের বিজ উইজার্ডসের আয়োজক কমিটি।”
ইউল্যাব বিজনেস ক্লাবের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট হলো ইউল্যাব বিজ উইজার্ডস যা ২০১৯ সাল থেকে চলামান রয়েছে। কভিড-১৯ প্যানডেমিকজনিত কারনে গত কিছু বছর ইভেন্টটি অনুষ্ঠিত হয়নি। কিন্ত এইবার ইউল্যাবের শিক্ষার্থীদের সহায়তায় নব উদ্যমে, আয়োজকরা এই ব্যবসা ভিত্তিক ইভেন্টটি দ্বিতীয়বারে মতো অনুষ্ঠিত করে।