ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সফলভাবে হাল্ট প্রাইজ ২০২৩ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ৩০শে জানুয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান। তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।
তিনি বলেন, “এটা দেখতে ভালো লাগছে যে হাল্ট প্রাইজ পরবর্তী প্রজন্মের জন্য কিছু দুর্দান্ত পরিবর্তন আনছে। এই বছরের “রিডিজাইনিং ফ্যাশন” চ্যালেঞ্জটি আমাকে অনেক মুগ্ধ করেছে। ইদানীং আমরা খুব বেশি অপচয় করি, স্বাভাবিকের চেয়ে বেশি কাপড় কিনি কিন্তু এইভাবে আমরা নিজেদেরই ক্ষতি করছি। তাই আমি সকল অংশগ্রহণকারীদের ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করব। প্রতিযোগিতার জন্য শুভকামনা। গত বছরের মতো, আমি আশা করি এ বছরও ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ সাফল্য বয়ে আনবে। ধন্যবাদ।”
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের উৎসাহিত করা এবং হাল্ট প্রাইজ প্রতিযোগিতা সংক্রান্ত তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া। ১১৫+ পার্টিসিপেন্ট সহ ক্লাব ডিরেক্টর, মৈনাক কানুনগো, ইউল্যাব হাল্ট প্রাইজের উপদেষ্টা ঐশিক আহমেদ এবং এর পূর্ববর্তী নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বছর, ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর গোল্ড স্পনসর হচ্ছে “সবুজ গ্লোবাল এডুকেশন বাংলাদেশ” সংস্থা। “ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩” এর অর্গানাইজিং কমিটি এ কম্পিটিশনের সকল অংশগ্রহণকারীদের জন্য তাদের দক্ষতা উন্নয়নে সেরা প্রোগ্রামের আয়োজন করবে বলে বিশ্বাস করে।