বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউটিং সমাবেশে অংশগ্রহণকারী একজন রোভার স্কাউট সদস্য পার্শ্ববর্তী নদীতে ৮/১০ জন সঙ্গী নিয়ে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয় লোকদের সহায়তায় দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।
ছেলেটি হরিমোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে সিটি কলেজে অধ্যায়নরত ছিল এবং স্কাউট টিমের টিম লিডার ছিলো।