ট্রাফিক আইনের প্রতি গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা মুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম ঢাকার হাতিরঝিলে ওয়ার্ল্ড অটোমোবাইল ডে -২০২১ পালন করেছে টুইন অটোমোবাইল স্কুল।
১৮৮৬ সালের ২৯ শে জানুয়ারী থেকে “ওয়ার্ল্ড অটোমোবাইল ডে” পালিত হচ্ছে।
১৮৮৬ সালের এই দিনে, কিংবদন্তি কার্ল বেনজের উদ্ভাবিত প্রথম মোটর গাড়ি (একটি ট্রাই গাড়ি) পেটেন্ট করা হয়েছিল। আর এজন্যই সেই দিনটি থেকেই এই দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুইন অটোমোবাইল স্কুলের ফাউন্ডার মোঃ নুরুজ্জামান , কো- ফাউন্ডার এন্ড চিফ ইন্সট্রাক্টর মোঃ নুরুল হুদা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (বি এই ই এ) এর ট্রেইনিং সেলের উপদেষ্টা আশিকুর রহমান , নির্বাহী সদস্য সৌরভ চন্দ্র শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লি: এর সার্ভিস ইঞ্জিনিয়ার সম্রাট শেখ, মোঃ মেহেদী হাসান বাপ্পী সহ বিভিন্ন কোম্পানির অটোমোবাইল ইঞ্জিনিয়ারস , ট্রান্সপোর্ট অফিসার্স এবং অটোমোবাইল ইঞ্জিনারিং স্টুডেন্টস।