কম্পিউটার এর সবথেকে বড় শত্রু শর্টকাট ভাইরাস। এই ভাইরাসের কারনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিড়ম্বনার স্বীকার হয়ে থাকি। অনেক সময় আমাদের প্রয়োজনীয় ফাইল এই ভাইরাসে নষ্ট করে ফেলে।
আজ আপনাদের সাথে দারুন কিছু ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্স গুলো এপ্লাই করে আপনি আপনার শখের ল্যাপটপ/ডেস্কটপটি সহজেই সুরক্ষিত রাখতে পারবেন। এমনকি কোন প্রকার ভাইরাস ও বাইরে থেকে আপনার কম্পিউটার এ প্রবেশ করতে পারবে না।
শর্টকাট যদি আপনার কম্পিউটারে আক্রমণ করেই ফেলে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে আপনার কম্পিউটার রিস্টার্ট করবেন তারপর নিচের ধাপগুলো অনুসরণ করবেন।
প্রসেস ১ঃ এন্টিভাইরাস দিয়ে আপানর কম্পিউটারকে স্ক্যান করুন।
প্রসেস ২ঃ Open Windows “ task manager ”, “ Startup ” এ ক্লিক করুন tab and delete any suspicious application that launches when Windows starts: Skypee.exe , Google Update.exe , exeaeeu.exe এই ধরনের যে সব ফাইল আক্রন্ত হয়েছে সেগুলো এখান থেকে ডিলিট করে ফেলুন।
প্রসেস ৩ঃ আক্রান্ত ড্রাইভে প্রবেশ করবেন, কি-বোর্ড থেকে শিফট বাটন চেপে ডিলিট বাটনে প্রেস করে প্রত্যেকটি শর্টকাট ফাইলকে একে একে ডিলিট করবেন।
প্রসেস ৪ঃ যদি এরপরও সমস্যার সমাধান না হয় তাহলে প্রথমে আপনাকে নতুন করে আপনার কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করতে হবে এবং এরপর ড্রাইভের প্রবেশ করবেন, কি-বোর্ড থেকে শিফট বাটন চেপে ডিলিট বাটনে প্রেস করে প্রত্যেকটি শর্টকাট ফাইলকে একে একে ডিলিট করবেন।
প্রসেস ৫ঃ উইন্ডোজ কমান্ড (Window + R ) প্রেস করে RUN লিখুন wscript.exe script এর ঘরে stop script after specified number of seconds এ check mark করে apply দিয়ে ok প্রেস করুন । বাইরের থেকে আর কোন ভাইরাস আপনার কম্পিউটারে আর প্রবেশ করতে পারবেন না। আশা করছি এরপর আর এ সমস্যা থাকবে না।
উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনি সহজেই আপানর কম্পিউটার থেকে শর্টকাট ভাইসার দূর করতে পারবেন এবং ভবিষ্যতেও শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটার থেকে দূরে থাকবে।
লেখকঃ
মোঃ আব্দুল্লাহ আল মামুন
বিএসসি ইন সিএসই
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
Email: [email protected]