সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আরব নিউজ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন যুবরাজ।
এদিকে, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ দেশটির নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের এই তৎপরতার জন্য সৌদি রাজকুমারকে ধন্যবাদ জানান।
তৌফিক আল-রাবিয়াহ বলেন, ‘মহামারি শুরুর পর থেকে রাজার প্রচেষ্টার মাধ্যমে যে সফলতাগুলো আমরা পেয়েছি, তা ভিশন ২০৩০-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের নীতিগুলোকে বাস্তবায়ন করতে আরও ভূমিকা রাখবে।’
আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন ২০৩০ কাঠামোর আওতায় একটি নীতি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫২ হাজার ৮১৫ জন। সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ১৬৮ জন।