রাশিয়ায় করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন ভ্লাদিমির পুতিন।
নিজের দেশে তৈরি করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পুটনিক ভি নামক ওই টিকা নেবেন বলে স্থানীয় সময় রবিবার জানিয়েছেন ক্রেমলিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ কে ।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্লাদিমির পুতিন স্পুটনিক ভি টিকরে প্রথম ডোজ নেবেন।
দিমিত্রি পেসকভ বলেন, তিনি (পুতিন) বলেছেন, করোনার টিকা নেবেন। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষোয় তিনি।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ‘স্পুতনিক-৫’ টিকা দেওয়ার ঐচ্ছিক কর্মসূচি শুরু করে। মস্কোয় সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন গতকাল রোববার তাঁর ওয়েবসাইটে জানান, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের আজ সোমবার থেকে করোনার এই টিকা দেওয়া হতে পারে।
গতকাল রবিবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পৃথক ট্রায়ালের পর টিকাটি বয়স্কদের প্রদানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩০ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং মারা গেছে ৫৫ হাজার দু’শ ৬৫ জন।
গত আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-৫’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা।
অক্টোবরের মাঝামাঝি রাশিয়া করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দেয়। দ্বিতীয় টিকাটির নাম ‘এপিভ্যাককরোনা’। পরে তৃতীয় টিকার নিবন্ধন দেওয়া হবে বলে জানায় রাশিয়া।
রাশিয়ার ভাষ্য, তাদের উদ্ভাবিত ‘স্পুতনিক-৫’ টিকাটি ৯৫ শতাংশ কার্যকর।