গত ১১ অক্টোবর ২০২০ থেকে শুরু হওয়া মুজিব শত বর্ষ ই-সেবা ক্যাম্পেইন আগামী ১০ নভেম্বর ২০২০ পযর্ন্ত সারাদেশ ব্যাপী দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পালিত হবে।
বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর স্লোগান কে সামনে রেখে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো ই-সেবা ক্যাম্পেইন পালন করে আসছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে সেবার সমারোহ নিয়ে সেবার দার উন্মক্ত রেখেছেন ।
তারই ধারাবাহিকতায় গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রচার প্রচরনা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গত ১১ নভেম্বর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মুজিব শত বর্ষ ই-সেবা ক্যাম্পেইনে ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল ১৮ অক্টোবর ২০২০ কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শত বর্ষ ই-সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে এবং প্রচারনা বাড়াতে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মহিলা সমাবেশে কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু তালেব আকন্দ, মাজু আহমেদ, উপসহাকারী কৃষি কর্মকর্তা মকবুল হোসেন, প্রধান শিক্ষক, মোঃ ফারুকুল ইসলাম, ইউপি সচিব মোঃ সরওয়ার হোসেন প্রমূখ।
মহিলা সমাবেশে কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান লিফলেট বিতরণ করেন এবং জনগনের বিভিন্ন কাঙ্খিত সেবা সম্পর্কে আলোচনা করেন এবং মাস ব্যাপী ই-সেবা কাম্পেইনে সকল সুলভ মূল্যে সেবা নেওয়ার জন্য বলেন।