আজ রবিবার (২৯শে ডিসেম্বর) বিকেল ৪.৩০ নাগান কুড়িগ্রামের উলিপুর উপজেলার চিড়াখাওয়ারপার নামক স্থানে জমি চাষ করে প্রধান সড়কে উঠতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪.৩০ নাগাদ উলিপুরের চিড়াখাওয়ারপার নামক স্থানে জমি চাষ শেষে প্রধান সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তি নিচু জমিতে পরে উল্টে যায় ট্রাক্টরটি। দুর্ঘটনার সময় উল্টে যাওয়া সেই ট্রাক্টরের নিচেই চাপা পরে গুরুতর আহত হয় ট্রাকটির চালক।
পরে স্থানিয় জনগন আহত ড্রাইভারকে সুচিকিৎসার জন্য তৎক্ষনাৎ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন এবং পার্শবর্তি নিচু জমিতে পরা ট্রাক্টরটি অপর একটি ট্রাকের সহয়তা নিয়ে খাদ থেকে উদ্ধার করা হয়।
তবে এখন পর্যন্ত চালকের পরিচালনা পাওয়া যায় নি। উলিপুর থানা পুলিশ ট্রাক্টরটি থানায় সংরক্ষণ করে। চালকের পরিচয় পেলে তারা তাকে ও তার গাড়ি হস্তান্তর করবে বলে জানান।