কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন শাসনগাছা রেলক্রসিংয়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, সকালে ফরিদ মুন্সী নামের এক ব্যক্তি পরিবার নিয়ে অটোরিকশাযোগে শাসনগাছা রেলওয়ে ক্রসিং অতিক্রমকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় অটোরিকশাচালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অটোরিকশাযাত্রী ফরিদকে (৭০) মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজিচালক রাকিবুল (৩০)।
আহতরা জানান, নিহত ফরিদ ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।