চার দিনের ব্যবধানে ঢাকায় দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।
চলতি সপ্তাহে দেশের বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ঢুকতে পারে, এমন সম্ভাবনা থেকে দামের পতন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তের পাশাপাশি তিনটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
আড়তে পুরোনো দেশি পেঁয়াজের পাশাপাশি নতুন পেঁয়াজ এবং চীন ও মিসর থেকে আমদানি করা পেঁয়াজও দেখা গেছে। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেখা যায়নি। দেশি পেঁয়াজের মান অনুযায়ী দামের হেরফের হচ্ছে।
কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তে গিয়ে দেখা গেছে, এখানে কৃষি মার্কেটের আড়তের চেয়েও কেজিপ্রতি ১-২ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মিনহাজ বাণিজ্যালয়ের সেলিম মল্লিক বলেন, তাঁরা দেশি পেঁয়াজের মান অনুযায়ী ২৮-৩০ টাকা কেজি এবং চীনের পেঁয়াজ ২০-২৩ টাকা দরে বিক্রি করছেন।
একই আড়তের রাজীব মল্লিক বলেন, তিন-চার দিন আগে দেশি পেঁয়াজ ৩৮-৪০ টাকা কেজি এবং চীনের পেঁয়াজ ২৪-২৫ টাকা দরে বিক্রি করেছেন। এ সপ্তাহে ভারতের পেঁয়াজ দেশের বাজারে ঢুকতে পারে। এ খবর জানাজানির পর পেঁয়াজের দাম কমে গেছে। তবে ভারতের পেঁয়াজ দেশে এলেও দাম আর হয়তো কমবে না।