মন্ত্রীপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছিলো- দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
ব্যবসায়ীরা যোগাযোগ করেছে পুলিশের সাথে। তারপর ঢাকা মহানগর পুলিশ ওয়ারলেস মেসেজের মাধ্যমে দোকানপাট খোলার সময়সীমা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করেছে। জানি প্রশ্ন করে কোন লাভ নেই, তবুও জানতে ইচ্ছা করছে- কে বেশি শক্তিশালী? পুলিশ না মন্ত্রীপরিষদ?
যাই হোক, শপিং মলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখাচ্ছে টিভি চ্যানেলগুলো; যাদের বেশিরভাগেরই মুখে কোন মাস্ক নেই। যাদের আছে, তাদেরও (বিশেষ করে বিক্রেতাদের) মাস্ক থুতনির নীচে নামানো।
বলছিলাম কী, ঈদের জামাকাপড় কেনার পাশাপাশি কাফনের কাপড়ও কিনে রাখেন। ভারতের মত উন্নত চিকিৎসার দেশের পরিনতি দেখেও আপনাদের হুশ হয় না!
[একেএম ওয়াহিদুজ্জামান-এর ফেইসবুক থেকে]