বার্সা ৪-০ গোলে অ্যাথলেটিক বিলবাও কে উড়িয়ে দিয়ে শিরোপা নিজের করে নিয়েছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে সবকিছু লণ্ডভণ্ড করে দেয় অ্যাথলেটিক বিলবাও এর সব পরিকল্পনা কে। সর্বপ্রথম গোল এনে দেয় আনাতিয় গ্রিজম্যান এছারাও ফ্রাঙ্কি ডিয়াং একটি করে গোল করেন।গতকালের শিরোপাসহ বার্সা মোট ৩১টি শিরোপা জয় লাভ করে।
গতকালের রাতটি বার্সার সমর্থকদের জন্য সপ্নের মত একটি রাত ছিল।অনেকদিন পরে তারা মেসিকে পুরনো রুপে দেখতে পায়। পুরো খেলাজুরে মেসি তার দাপট দেখিয়েছেন,তার করা দুটি গোল চমকপ্রদ ছিল যা কেবল ফুটবলপ্রেমিরাই অনুধাবন করতে পারবেন। আর মেসির হয়ত বার্সার হয়ে শেষ সেশন হতে পারে তাই বলায় যায় মেসি হয়ত শেষটুকু স্মরণীয় করেই রাখতে চান। কথায় আছে শেষ ভাল যার,সব ভাল তার।