গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ আজ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে শুধু অর্থনৈতিক উন্নতিই নয়, প্রাকৃতিক পরিবেশেরও উন্নতি হয়েছে।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি থাকে তাহলে গণতান্ত্রিক ধারাও অব্যাহত থাকবে এবং দেশের উন্নতি হবে।
তিনি আরও বলেন, শুধু ঢাকাকে কেন্দ্র করেই নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। সারা বিশ্বে এখন বিদ্যুতের অভাব। তারপরও সমস্ত দেশেই আমরা বিদ্যুৎ দিয়েছি।