আজ গাইবান্ধা সদর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পাশ্ববর্তী এলাকার নদীর ডান তীরে ভাঙ্গন হতে রক্ষা শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পের কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আবদুল মতিন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আব্দুল্লা হারুন বাবলু, সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো: মৃদুল মোস্তাফি ঝন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোছা: খুরশীদ জাহান স্মৃতি, কামারজানি ইউপি চেয়াম্যান আব্দুস ছালাম জাকির সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ৬টি পয়েন্টে নদী ভাঙ্গন রোধে ৪ শত ২ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পারের সাড়ে ৫ কিলোমিটার ডান অংশে সিসি ব্লক দ্বারা কাজ শুরু হয়েছে।
উক্ত প্রকল্প বাস্তবায়নের ফলে কামারজানি, মালিবাড়ি, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের জনগণের স্বপ্ন ও আশা পুরণ হতে চলছে।