চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালীন নির্বাচনী ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে করে সহিংসতার সময় নেতাকর্মী ও ভোটারসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুত্বর আহত ১৪ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।
অপরদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালে গণি মিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থক ইয়াসিন ও সাইদের আধিপত্য বিস্তার নিয়ে বাগ্বিতণ্ডা হয়।একপর্যায়ে সাইদ ক্ষুদ্ধ হয়ে ইয়াসিনের গলায় ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।