চীনের গুয়াংশিতে ১৩২ আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ মার্চ) গুয়াংশির পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি।
চীনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায় জঙ্গলে। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া।
সিসিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ভিডিওতে বিস্তারিত: https://twitter.com/sandipseth/status/1505825015534702592?s=20&t=XFv-E-h_D37CL2cguPP7Ig