টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের। স্কোয়াডে জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে ভালো করে প্রাথমিক স্কোয়াডে থাকা শুভাগত হোম চৌধুরীর। সাকিব আল হাসানের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই টেস্টের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সুভাগত হোম এছাড়াও ছিলেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান।
ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান। যদিও নুরুল হাসান সোহান আর সুভাগতের চূড়ান্ত স্কোয়াডে থাকার কথা শোনা যাচ্ছিল কিন্তু সেটা হয়নি। কাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে টিকে গেছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হলেও এই প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম । বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শরিফুলের এরপর নিউজিল্যান্ডে ৩টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২টি উইকেট। খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়নি শরিফুলের। সর্বমোট ৮ ম্যাচে ১১ ইনিংসে বল করে নিয়েছেন ২২টি উইকেট। শরিফুলের প্রথম শ্রেণিতে ৩৩ রানে ৪ উইকেট নেওয়া তার বেষ্ট বোলিং ফিগার।পাল্লেকেলের সবুজ উইকেটে সাধারণত সবসময়ই একটু বাড়তি বাউন্স থাকে সে চিন্তা করেই দীর্ঘদেহী শরিফুল কে দলে রাখা হয়েছে।
বাদপড়া সবাই এখনি বাংলাদেশে ফিরে আসছে না। আপাতত সবাই দলের সাথে থাকবে। ম্যাচের সময়ে তারা আলাদা হোটেলে অবস্থান করবে বাকি ১৫ সদস্যের ক্রিকেটাররা দলের সাথে ড্রেসিং রুমে থাকবে।
শ্রীলঙ্কা সফরের ১৫ সদস্যের দল : মুমিনুল হক(অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, তামিম ইকবাল,নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, খান, ইয়াসির আলী চৌধুরী (রাব্বি), মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম।