আজ চট্টগ্রাম নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ড এর আওতাধীন কয়েকটি এলাকায় পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম চকবাজার ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় মাঈন উদ্দীন চিশতী বলেন ‘করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে, সে সময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ ও চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের দিক-নিদের্শনায় পবিত্র রমজানে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।’
মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানান।