টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ , বাদ মুস্তাফিজুর ও কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মুমিনুল হকের বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম টেস্টে ব্যাট করতে নেমে চতুর্থ ইনিংসে ৩৯৫ রান তাড়া করে প্রথম টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তারা কেমার রোচের পরিবর্তে আলজারি জোসেফকে দলে নিয়েছে। এদিকে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছে মুস্তাফিজুর রহমান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫-০
সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে রয়েছে।
একাদশ –
Bangladesh
1 Tamim Iqbal, 2 Soumya Sarkar, 3 Najmul Hossain Shanto, 4 Mominul Haque (capt), 5 Mushfiqur Rahim, 6 Mohammad Mithun, 7 Liton Das (wk), 8 Mehidy Hasan Miraz, 9 Nayeem Hasan, 10 Taijul Islam, 11 Abu Jayed
West Indies
1 Kraigg Brathwaite (capt), 2 John Campbell, 3 Shayne Moseley, 4 Nkrumah Bonner, 5 Kyle Mayers, 6 Jermaine Blackwood, 7 Joshua Da Silva (wk), 8 Rahkeem Cornwall, 9 Alzarri Joseph, 10 Jomel Warrican, 11 Shannon Gabriel