ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা নৌকা প্রতীকে ২৬ হাজার ৫শ ২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩শ ৩৩ ভোট। জেলা রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
ওপর দিকে, রানীশংকৈল পৌরসভা নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতিক নিয়ে ২ হাজার ৯শ ৯৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেন পেয়েছেন ২ হাজার ৩শ ৭৯ ভোট। উপজেলা রিটার্নিং অফিসার সোহেল সুলতান জুলকার নাঈম কবির এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল রবিবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ দুএকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বিকেল ৪টায়। ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে ৩ জন এবং রানীশংকৈল পৌরসভায় ১২জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।