করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় আক্রান্ত শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জানা যায়, ট্রাম্পের শরীরে করোনার ‘মৃদু প্রভাব’ আছে।কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, তারও শরীরে করোনার মৃদু লক্ষণ কিন্তু তিনি ভালো বোধ করছেন।