রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার ধসে ৪ জন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১০:৩০ এর দিকে বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের গার্ডার ধসে পড়ে। এতে ২ জন বাংলাদেশি এবং ২ জন চীনা নাগরিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০:৩০ এর দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এখান থেকে আহত ৪ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।