আজ সকালে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্প এর নিকটে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাস এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এসএমপির ঊর্ধ্বতন অফিসারগণ, ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীগন উপস্থিত রয়েছেন এবং হতাহতদের উদ্ধারে সবাই কাজ করছেন।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উক্ত ঘটনায় নিহতের সংখ্যা ১০ জন এবং আহতের সংখ্যা ৪০, আহতের অনেকেরই অবস্থা গুরুতর তাই নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করছে। দুটি বাসের ড্রাইভার এর মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণে মহা সড়কের উক্ত অংশে যান চলাচল বন্ধ রয়েছে।