ইয়াং গ্লোবাল লিডার্সের মতে, দক্ষিণ এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের তালিকায় আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় দারিদ্র্য দূরীকরণ ও ক্রীড়া প্রশিক্ষণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি পেলেন।
প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।
ক্রিকেট মাঠের নেতা। রাজনীতির মাঠেও। তবে, বিশ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ারে কিংবদন্তিতুল্য হলেও, জনপ্রতিনিধির বেশে নবীন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজ এলাকা নড়াইলের উন্নয়নে তার উদ্যোগ কুড়িয়েছে প্রশংসা।
দারিদ্র্য দূরীকরণ এবং আধুনিক নড়াইল তৈরিতে সচেষ্ট ম্যাশ। করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নেয়ার পাশাপাশি কোভিড নাইন্টিন টেস্টিং বুথ চালু করেছিলেন তিনি।
টাইগারদের লাল-সবুজ জার্সি গায়ে নিবেদিতপ্রাণ। রাজনীতির ময়দানেও বর্ণিল হওয়ার চেষ্টায় মাশরাফী। ইয়াং গ্লোবাল লিডার্সের এই স্বীকৃতি নিশ্চয়ই তাকে আরও অনুপ্রাণিত করবে।
ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ। সংস্থাটি প্রতিবছর ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে।
তালিকায় মাশরাফীর সংক্ষিপ্ত পরিচয় বর্ণনা করা হয়েছে। ক্রিকেটের পাশাপাশি মাশরাফীর সমাজসেবামূলক কর্মকান্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।