বাংলাদেশ স্কাউটসের সকল ইউনিট ও স্কাউটস সদস্যদের অনলাইন ডাটাবেজের আওতায় অন্তর্ভুক্ত করণ সহ স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের তিনটি ( রংপুর, নীলফামারী ও গাইবান্ধা) জেলার ৭০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টেশন।
আজ শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল এ সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন জাতীয় কমিশনার ( মেঃ রেজিষ্ট্রেশন ও প্রশাসন) জনাব সৈয়দ রফিক আহমেদ। আঞ্চলিক কমিশনার জনাব মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস।