গত কয়েক মাস যাবত সোনার বাজার দর উঠানামার মধ্যে রয়েছে ।
সর্বশেষ গত সাত দিন আগে সোনার দাম বেড়েছিল । আজ সোনার বাজার দর থেকে জানা গেছে দাম কমানোর ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৪ হাজার টাকা , ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা আর সনাতন নিয়মে প্রতি ভরির দাম হবে ৫১ হাজার টাকা ।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমার কারনে বাংলাদেশের ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি ।বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন বাজার দর জানা গেছে ।দেশের বাজারে নতুন দর আজ থেকে কার্যকর হবে ।