জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ২০২১ সালে লাভের পরিমাণ দ্বিগুণ হওয়ার পর প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী পাঁচ থেকে আট বছর জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা থেকেই কোম্পানিটি বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
সৌদি আরামকো জানিয়েছে, তারা ২০২১ সালে দ্বিগুণের বেশি নিট মুনাফা অর্জন করেছে। ওই বছর তাদের নিট মুনাফা ছিল ১১ হাজার কোটি মার্কিন ডলার, যা ২০২০ সালে ছিল মাত ৪ হাজার ৯০০ কোটি ডলার।
সাম্প্রতিক মাসগুলোতে তেল ও গ্যাসের চাহিদা বাড়ায় এগুলোর দাম বেড়েছে। এই মুহূর্তে বিশ্ববাজারে তেলের যা দাম তা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র বিকল্প উৎসগুলোকে উৎপাদন বাড়ানোর চাপ দিচ্ছে।
এর আগে গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সৌদি আরব সফর করছেন। সফরে তিনি দেশটিকে অল্প সময়ের মধ্যে বিশ্ব বাজারে অধিকতর তেল ছাড়ার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করেন।
সৌদি আরব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ। এখন দেশটি উৎপাদন বাড়ালে জ্বালানির মূল্য কমাতে সাহায্য করবে।
এ অব্স্থায় আরামকো ঘোষণা দিয়েছে, চলতি বছর তারা মূলধন ব্যয় সাড়ে চার হাজার কোটি থেকে পাঁচ হাজার কোটি ডলার বাড়ানোর পরিকল্পনা করছে, গত বছর যা ছিল ৩ হাজার ১৯০ কোটি ডলার।