লা-লীগায় আজ রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের নাম ও ব্যাজ পাল্টে ফেলল গেতাফে। দলটির নতুন নাম দিয়েছে ফেইথ ফুটবল ক্লাব।
এক বিবৃতিতে বুধবার নিজেদের নামের প্রথম চারটি বর্ণ বাদ দেওয়ার বিষয়টি জানায় গেতাফে। তাদের নতুন নাম ‘ফে সিএফ’, যার ইংরেজি অনুবাদ হয় ‘ফেইথ এফসি।’
ব্যাজেও থাকছে না ক্লাবটির নামের প্রথম চার বর্ণ ‘জিইটিএ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অফিসিয়াল পেজ থেকেও বাদ দেয়া হয়েছে এই নাম।
বাংলাদেশ সময় শনিবার রাত একটায় ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ক্লাব ফে। দুটি দলেরই পয়েন্ট সমান ৭। তবে বার্সেলোনা খেলেছে তিন ম্যাচ, ফে খেলেছে চার ম্যাচ।