নির্বাচনপূর্ব রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের প্রথম বিতর্ক তুমুল ঝগড়া আর বিশৃঙ্খলায় শেষ হওয়ায় আয়োজকরা এবার বিতর্কের নিয়মই বদলে ফেলতে চলেছেন ।
নতুন নিয়মের মধ্যে প্রথম নিয়ম হতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টাকালে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া। ওহাইও’র ক্লিভল্যান্ডে শেষ হওয়া প্রথম বিতর্কে ট্রাম্প এবং বাইডেন একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করেন। এবং বাইডেনের বক্তব্যের মধ্যে ও একাধিকবার বাধা দিয়েছিলেন ট্রাম্প।
একে অপরকে ব্যক্তিগতভাবেও আক্রমণের পাশাপাশি দুইজনের বাকবিতণ্ডা শিষ্টাচারের সীমা অতিক্রম করে। সব মিলিয়ে বিতর্ক অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এ যাবৎকালের বিতর্কগুলোর মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল ও বিদ্বেষপূর্ণ। এই বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানটির তদারককারী কমিশন যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার মুখে পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ পরিস্থিতিতেই ‘দ্য কমিশন অন প্রেসিডেন্টশিয়াল ডিবেটস (সিপিডি) জানিয়েছে, তারা খুব শিগগিরই শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। যাতে পরবর্তী দুটো বিতর্ক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নির্দলীয় বিতর্ক আয়োজক কমিশন সিপিডি সেই ১৯৮৮ সাল থেকে প্রেসিডেন্টশিয়াল বিতর্ক আয়োজন করে আসছে। সিপিডি বলছে, মঙ্গলবারের বিতর্ক থেকে এটি এখন পরিষ্কার যে, বাকি বিতর্কগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে বাড়তি কিছু ব্যবস্থা নিতে হবে।
আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্কটি হবে। তার আগে আগামী ৪৮ ঘণ্টায় আয়োজক কমিশন বিতর্ক অনুষ্ঠানের নতুন নিয়ম নির্ধারণ করবে বলে জানিয়েছে সিবিএস নিউজ। এসব নিয়মের মধ্যেই সবার প্রথমে রাখা হয়েছে মাইক্রোফোন বন্ধের ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোকে সব নতুন নিয়ম জানিয়ে দেওয়া হবে। তবে এসব নিয়ে তাদের কোন আলোচনা-সমালোচনার সুযোগ থাকছে না। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এরই মধ্যে আয়োজক কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার রাতের বিতর্কে প্রার্থীরা মুক্তভাবে একে অপরের চিন্তা-ভাবনা শেয়ার করতে পেরেছিলেন বলে তারা জানিয়েছেন।