২০২০ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুই আমেরিকান অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। ‘নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনে’র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন তারা।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। রাজধানী স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গোরান হ্যানসন। এরমধ্যে দিয়ে এবারের আসরের নাম ঘোষণা প্রক্রিয়া শেষ হয়েছে।
নোবেল কমিটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নিলাম তত্ত্ব ব্যবহার করে দরদামের বিভিন্ন নিয়ম এবং চূড়ান্ত দামের ফলাফল বোঝার চেষ্টা করেছেন গবেষকরা। একটি সাধারণ দাম ধরে রবার্ট উইলসন নিলামের জন্য একটি তত্ত্বের উদ্ভাবন করেছেন। নিলামের শুরুতে দাম নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষে তা প্রত্যেকের জন্য সমান হয়। তিনি আরও দেখিয়েছেন বিডাররা কেন নিজেদের সাধ্যের থেকে নিলামে কম অর্থ হাঁকেন। কিভাবে তাঁরা বেশি অর্থ দিয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় থাকেন, সেই বিষয়টিও তুলে ধরেছেন ৮৩ বছরের গবেষক। তিনি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক।
অন্যদিকে, পল মিলগ্রোম একটি সাধারণ তত্ত্ব তুলে ধরেছেন। যে নিলাম প্রক্রিয়ায় সাধারণ দামের পাশাপাশি বিডারদের মধ্যে দাম পরিবর্তন হয়। একাধিক নিলাম প্রথার পর্যালোচনা করে ৭২ বছরের গবেষক জানিয়েছেন, নিলামের সময় বিডাররা নিজেদের প্রতিদ্বন্দ্বীদের দাম জেনে গেলে বিক্রেতারা বেশি লাভবান হন। রবার্ট উইলসনের মতো পল মিলগ্রোমও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোমের জন্ম ১৯৪৮ সালের ২০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার জেনেভা শহরে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন অর্থনীতিবিদ রবার্ট বি. উইলসন।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল এক কোটি সুইডিশ ক্রোনার।
১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে এবং নোবেল দেয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।
১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক তাদের ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে যে বিরাট অঙ্কের অর্থ দান করে তা দিয়ে অর্থনীতিতেও এ পুরস্কার প্রদান করা হবে বলে ঠিক করা হয়।
আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।
পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।