ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় গোনি আঘাত হেনেছে । দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আজ রোববার সকাল নাগাত কাতানদুয়ানেস দ্বীপে এটি আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভূমিধসের পাশাপাশি বন্যার সৃষ্টি হয়েছে।
বিবিসির বরাত দিয়ে জানা যায়, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এএফপির খবরে জানা যায়, দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এসব এলাকার পরিস্থিতি বিপজ্জনক হতে পারে এমনকি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
ঠিক এক সপ্তাহ আগে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভে আঘাত হানে। এতে ২২ জনের মৃত্যু হয়। গ্রাম ও ফসলের ক্ষেত প্লাবিত হয়। সেই একই এলাকায় আবার ঘূর্ণিঝড় গোনি আঘাত হেনেছে।
রাজধানী ম্যানিলায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
আবহাওয়া বিভাগ বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণাঞ্চলের লুজোন এলাকা ও সাউথ চায়না সাগরে ঢোকার পর আজ বিকেলে বা আগামীকাল সোমবার সকালের দিকে গোনি দুর্বল হতে পারে। উল্লেখ্য, ফিলিপাইনে বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে।