করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে অন দ্য স্পট রেজিস্ট্রেশন আজ থেকেই বন্ধ হলো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এমআইএস ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি জানান, অন দ্যা স্পটে রেজিস্ট্রেশনের সুযোগ আর থাকছে না। ভবিষ্যতে আবারও অন দ্যা স্পটে টিকার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হতে পারে। আপাতত আজ থেকে তা বন্ধ থাকবে। টিকা নিয়ে যারা নানা রকম কথা-সমালোচনা করছে তারাই এখন আগে টিকা নিচ্ছেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সব সেক্টর সেবা দিয়ে যাচ্ছে ,শিক্ষা দিয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক বড় কর্মযজ্ঞ। আমাদের শিশু মৃত্যুর হার কমেছে। নানা দুর্যোগে আমাদেরকে দৌড়াতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা যদি সঠিকভাবে ডাটা পাই, তাহলে আমাদের কোন এলাকায় কোন রোগ বেশি হচ্ছে, সেটা আমরা জানতে পারবো। এতে পদক্ষেপ নেওয়া আমাদের জন্য সহজ হবে। রোগগুলোর কারণ সম্পর্কে ভালো করে জানতে পারবো।
তিনি জানান, আইসিটি বিভাগের উপদেষ্টার সঙ্গে ইতোমধ্যে মিটিং হয়েছে, আমাদের ডাটাবেজের কাজ এগিয়ে চলছে। অনলাইন ডাটাবেজ থাকলে আমরা সহজে স্বাস্থ্য খাতের নানা বিষয় জানতে পারবো। বাংলাদেশের প্রতিটি জেলা পেপারলেস হোক, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মন্দা কাটিয়ে আমাদের প্রতিটি সেক্টর এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর প্রমুখ।