মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয়েছে বাংলাদেশি হ্যাকাররা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি হেবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়।
ওয়েবসাইটটি এশিয়া অঞ্চলে ডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার এনালিস্ট।
এই হামলায় অংশ নেয়া রাসেল (কাজ করেন নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে) জানান তারা প্রায় ৪০০০ জন অংশগ্রহন করেন। প্রথমে তিনি নিজেও আশঙ্কিত ছিলেন কিন্তু সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছিলেন। “এই জয় তারূণ্যের” বলছিলেন তিনি। মুঠোফোনে কথা হয় তার সাথে।
‘সাইবার ৭১’তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সম্মিলিত সাইবার হামলা পরিচালনা করা হয়েছে। এই ন্যক্কারজনক কাজের জন্য ফ্রান্সের পক্ষ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত হামলা চলতেই থাকবে। সব হামলার আপডেট জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা।