বিলুপ্তির কয়েক ঘণ্টা পর আজ ভোররাতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঘোষিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি, যারা সবাই আগের কমিটিতে ছিলেন। রোববার রাত ৪টার দিকে ফেইসবুক ও গণমাধ্যম কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের কমিটি ঘোষণার এক ঘণ্টার পর আরও দুজনকে সংযুক্ত করা হয়েছে বলে জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে- চলমান ‘অস্থির ও নাজুক পরিস্থিতি’ বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা করে এবং ‘উপদেষ্টা কমিটির পরামর্শে’ তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আহ্বায়ক কমিটির সিধান্ত অনুয়ায়ী ‘অতি দ্রুত’ হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়।
মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে আহ্বায়ক কমিটিতে প্রথমে আমির জুনাইদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে রাখার পর রাত ৪টার দিকে বিজ্ঞপ্তি পাঠিয়ে সদস্য হিসেবে সালাহ উদ্দিন নানুপুরী এবং মিজানুর রহমান চৌধুরীকে যুক্ত করে কমিটির সদস্য সংখ্যা পাঁচ জনে উন্নীত করা হয়।
ফেইসবুক পেজে ১ মিনিট ২৪ সেকেন্ডর ভিডিও বার্তায় দেওয়া জুনাইদ বাবুনগরীর ভিডিও বার্তা ও তার ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকীর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
উল্লেখ্য কওমি মাদ্রাসার সংগঠন হেফাজতের প্রথম আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী আহমেদ।তিনি গত বছর মারা যাওয়ার পর ১৫ নভেম্বর ২০২০ সালের এক সম্মেলনে বাবুনগরীকে আমির করে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি গঠন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এই বার্তা প্রচারের আগে কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি ‘মুক্ত’ রাখার ঘোষণা দেয় “আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ” মাদ্রাসাগুলোর নীতি নির্ধারণী বোর্ড ।