“আমাদের গাইবান্ধা” সংগঠনের পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে “মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রম”-এ ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ ২৭ শে এপ্রিল, গাইবান্ধার শীর্ষ স্থানীয় সামাজিক সংগঠন “আমাদের গাইবান্ধা”-র উদ্যোগে এই মহতী প্রোগ্রামের আয়োজন করা হয়। সবার জন্য আতপ চাল, চিনি, আটা, লাচ্ছা, সেমাই, দুধ, সয়াবিন তেল, মসলা, লবন এর একটি করে প্যাকেট প্রদান করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সায়েম রহমান, সিনিয়র সঃ সভাপতি মানিক, সাধারণ সম্পাদক রিদিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাফি সহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
তাঁরা বলেন, আমরা চেষ্টা করেছি সাধ্যমত তাঁদের পাশে দাড়াতে। সবার সদয় চেষ্টা হয়ত তাঁদের চোখের পানি কমিয়ে আনতে পারে।
সন্তানের কাছে মাতা-পিতার প্রাপ্য অধিকারই তাদের হক। সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে মাতা-পিতা। তাই মাতা-পিতাই তার সর্বাপেক্ষা আপনজন। মাতা-পিতার প্রতিই সন্তানের দায়িত্ব-কর্তব্য সর্বাধিক। সন্তানের জন্য অবধারিত মাতা-পিতার প্রতি অবশ্য পালনীয় এসব দায়িত্ব কর্তব্যই মাতা-পিতার হক রূপে আখ্যায়িত হয়।
মাতা-পিতার হক সম্পর্কে পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন : ‘আর তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কোন বস্তুকে শরীক করো না এবং মাতা-পিতার প্রতি উত্তম আচরণ কর।’ (নিসা ৩৬)
মাতা-পিতার প্রতি উত্তম আচরণ করুন। যদি তাঁদের একজন কিংবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাঁদের উদ্দেশ্যে কখনো ‘উহ’ পর্যন্ত বলবে না। তাদেরকে ধমক দিও না, বরং তাদের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো।
আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহে বিনয়ের বাহু অবনমিত কর। আর বল, হে আমার প্রতিপালক! আমাদের উভয়কে অনুগ্রহ করুন, যেমন তাঁরা আমাকে শৈশবে প্রতিপালন করেছেন।(বনী ইসরাঈল ২৩-২৪)