ব্যাট হাতে সকল সমালোচনার জবাব দিলেন শান্ত। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। অনেক আলোচনা সমালোচনা চলছিল তাকে দলে রাখা ও তিন নাম্বার পজিশনে খেলনার জন্য। সম্ভাবনাময় ব্যাটসম্যান হিসেবেই এসেছিলেন। হুট করেই ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকট হয়েছিল । অভিষেক ইনিংসে সম্ভাবনা দেখালেও এরপর আর খেলতে পারেননি নিজের স্বভাবজাত খেলাটা ।
অনেক ব্যর্থতার পরেও শান্তকে তিন নম্বরে খেলিয়ে যাওয়ার মুল কারন টিম ম্যানেজমেন্টের আস্থা। আজ পাল্লেকেলেতে প্রথম টেস্টে সেই আস্থারই প্রতিদান দিয়েছেন তিনি।আজ পেয়ে গেলেন তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের প্রথম শতক। আজ প্রথম দিন শেষে অপরাজিত ১২৬ রানে মাঠ ছাড়েন তিনি। ২৮৮ বল খেলে ৪৪ স্ট্রাইক রেটে এই রান করেন শান্ত। তামিম আউট হয়ে যাওয়ার পর যে হতাশাটা দিন শেষে সেটি দারুণভাবে পুশিয়ে দি্ল মমিনুল ও শান্ত জুটিটা।
প্রথমে তামিম ইকবাল এর সাথে বড় পাটানারশিপ গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে গেছিল। তারপর তামিম ৯০রানে আউট হয়ে গেলে জুটি গড়ে অধিনায়কের সাথে। মুমিনুলের সাথে তার ১৫০+ (৫১ অভারে ২.৯১ রানরেট) রানের পাটনারশিপ গড়ে উঠে এবং ৯০ওভার শেষে ৩০২ রান নিয়ে দিন শেষে করে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দিন শেষে এমন স্বস্তির দেখা পাওয়া যায় খুব কমই।
অধিনায়ক মুমিনুল ১৫০ বলে ৬৪ রান করে অপরাজিত। মমিনুল গোটা সময়টাতেই নাজমুলকে সঙ্গ দিয়ে গেছেন দারুণভাবে। মমিনুলের কাজটা আসলে অনেক বেশি সহজ করে দিয়েছিল নাজমুলের ব্যাটিংই।
অনেক সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে সেটার একটা জবাব দিয়ে দিলেন ব্যাট হাতে।