আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপন বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাপন বিজ্ঞান কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ব্যাপন বিজ্ঞান ক্লাবের সদস্য ফয়জুল আবেদিন শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যাপন বিজ্ঞান ক্লাবের পরিচালক মোহাম্মদ আনাস। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাপন বিজ্ঞান ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল্লাহ আল আবিদ।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ক্লাব পরিচালক মুহাম্মদ আনাস উদ্বোধনী কথা শুরু করেন। এ সময় বিজ্ঞান ক্লাবের কার্যক্রম ও উপকারিতা নিয়ে কথা বলেন তিনি।
পাশাপাশি জীবনের লক্ষ অর্জনের পথে বাধা অতিক্রম করে কীভাবে সফল হওয়া যায় এ বিষয়ে আলোকপাত করেন তিনি। এর পর পরেই উপস্থিত ছাত্ররা সংগীত, অনুভুতি প্রকাশ, কবিতা আবৃত্তি করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আবিদ ছাত্রদেরকে ক্যারিয়ার গঠন,আত্নগঠন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী ও ফটো সেশনের মাধ্যমে।